নীলফামারী: বাংলাদেশ মহিলা পরিষদ নীলফামারী ২৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে এলএন রোকেয়া সভাপতি ও গুলশনারা বেগম মনা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়।
দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে ষষ্ঠ জেলা সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে সালমা।
এতে সভাপতিত্ব করেন পরিষদের নীলফামারী জেলা সভাপতি এলএন রোকেয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সস্পাদক রাখি দাস পুরকায়স্ত, কেন্দ্রীয় সদস্য ড. মারুফা বেগম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ আরজুমান্দ বানু, দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক দৌলত জাহান ছবি।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শামীমা রহমানের সভাপতিত্বে বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে পুনরায় এলএন রোকেয়াকে সভাপতি ও গুলশনারা বেগম মনাকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলন শুরুর আগে নেতাকর্মীরা বণার্ঢ্য একটি র্যালি বের করেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এএটি/পিসি