ঢাকা: ইজতেমা ময়দানে রান্নার সময় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা হাবিবা (৪৫) নামে এক নারী মারা গেছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিবার (৪৫) নাম-পরিচয় জানা যায়নি। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ নেওয়ার জন্য তার কোনো স্বজন হাসপাতালে আসেনি।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক অগ্নিদগ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে কিছু লোক হাবিবাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে। তারা জানায়, হাবিবা ইজতেমার ময়দানে রান্নার কাজ করার সময় চুলার আগুনে দগ্ধ হয়েছেন।
মোজাম্মেল হক আরও জানান, তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড