গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে দু’টি ঝুট গুদামের মালামাল। আগুনে ওই দুই গুদামের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল সকাল ৬টার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সকাল ৬টার দিকে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় মোহাম্মদ আলী ও নাদের আলীর টিনশেডের দুটি ঝুট গুদামে আগুন লাগে। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে রাত ১টার দিকে কালিয়াকৈর উপজেলার সুরির চালা এলাকায় আবুল হাশেমের একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ওই দোকানের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমজেএফ/