ঢাকা: ময়লা ও আবর্জনামুক্ত করে শহরগুলোকে মশামুক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব। আর এ কাজে প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স রুমে ‘অনুমোদনহীন বিষাক্ত মশার কয়েল: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিদিন।
উপমন্ত্রী জ্যাকব বলেন, সমন্বিতভাবে সবাইকে সবার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। সমাজ রাষ্ট্র, প্রশাসন সবাই যখন নিজেদের ওপর অর্জিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে, তখন আর সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না।
তিনি বলেন, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন কল-কারখানার কেমিক্যাল ফসলি জমিতে প্রবেশ করে। যার ফলে ওই সব জমিতে কোনো ফসল হয় না। ওই পানি আবার খালে কিংবা নদীতে প্রবেশ করে সকল জলজ প্রাণিকে মেরে ফেলছে। এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় দেড়শ’ কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। এভাবে জরিমানা করে একজন মানুষের পক্ষে দেশের সকল কল-কারখানার পানি বন্ধ করা সম্ভব না। তাই সবাইকে উদ্যোগী ও সচেতন হতে হবে।
পরিবেশ বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ কমাতে হবে। তাহলে মামলার সংখ্যাও কমে যাবে। মশার কয়েলের আগে শহরকে কীভাবে মশামুক্ত করা যায়, সেটা চিন্তা করতে হবে। যাতে এক সময় মশার কয়েলের প্রয়োজনই না পড়ে।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় গোলটেবিল আলোচনা সভায় আরও উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এএমএম সালেহ ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, গায়নোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
জেপি/এএসআর
** ভেজাল মশার কয়েলে আক্রান্ত হচ্ছে গর্ভের শিশুও