ঢাকা: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট প্রদানের দাবি পূরণ না হলে ১৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, অতীতে যতবার জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, ততবারই শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হয়েছে। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ করে বঞ্চিত করার পায়তারা চলছে।
শিক্ষকদের বঞ্চিত করে করে সংবিধান লঙ্ঘন করলে শিক্ষকরা মেনে নেবে না হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অতীতে শিক্ষকরা যতবার রাজপথে নেমেছে ততবারই দাবি আদায় করে ঘরে ফিরেছে। কিন্তু এর জন্য জাতিকে চরম মাশুল গুণতে হয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষক নেতারা বলেন, ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট প্রদান ও টাইম স্কেল পুর্নবহাল এবং টাইম স্কেল পুর্নবহাল করুন।
শিক্ষকদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি শিক্ষক দিবসের আলোচনায় জাতীয় বেতন কাঠামোর দাবি, ২৩ জানুয়ারি উপজেলা ও ২৫ জানুয়ারি জেলা সদরে মাননবন্ধন।
২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান, ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষার বিরতিকালীন বিভাগীয় ও জেলায় সমাবেশ। ১৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলানো কর্মসূচি এবং ২৭ মার্চ ঢাকায় মহাসমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন ও মনজুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব দোলোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমআইএইচ/আরএইচএস/আরআই