রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ তিতাস নামে এক যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে পুঠিয়া উপজেলার ভাঙ্গা এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্র উদ্ধার ও তিতাসকে আটক করা হয়।
তিতাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গা রামপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (খ) সার্কেলের পরিদর্শক মোস্তাফা জামান জানান, এক যুবক অস্ত্র নিয়ে ওই বাসে যাচ্ছিলেন- এমন সংবাদ তাদের কাছে আগেই ছিলো। পরে তারা পুঠিয়ার ভাঙ্গা এলাকায় অবস্থান নেন। এ সময় হানিফ এন্টারপ্রাইজ সেখানে উপস্থিত হলে তারা বাসটি থামিয়ে তল্লাশি চালায়। বাসের যাত্রীদের মধ্যে তিতাসের গতিবিধি সন্দেহজনক ছিলো। পরে তার শরীরে তল্লাশি চালানো হয়।
এ সময় তার সিটের নিচে থেকে দু’টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। তিতাস একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলেও জানান তিনি।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পরিদর্শক মোস্তাফা জামান।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএস/এএসআর