বরিশাল: চাকরি জীবনের শেষ দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সহিদুল ইসলাম হাওলাদারকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা বেতন শিটে স্বাক্ষর না করায় তাকে অবরুদ্ধ করেন।
পরে কর্মচারীদের দাবি মেনে নিলে বিকেল ৪টায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে হাসপাতালের গাড়িযোগে তিনি বের হয়ে যান।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা জানান, সম্প্রতি হাসপাতালে বিভিন্ন পদে ২২৬ জনের মতো কর্মচারী নিয়োগ পেয়েছেন। যোগদানের পর গত একমাস ধরে তারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু মাস শেষ হলেও তাদের বেতন শিটে স্বাক্ষর না দিয়ে নানা বাহানায় কালক্ষেপণ করছিলেন নিয়োগ বোর্ডের সদস্য সচিব হাসপাতালের উপপরিচালক ডা. সহিদুল ইসলাম হাওলাদার।
সোমবার ছিল সহিদুল ইসলাম হাওলাদারের কর্মজীবনের শেষদিন। এরপর তার অবসরে যাওয়ার কথা। কিন্তু শেষদিনও তিনি নতুন কর্মচারীদের বেতন শিটে স্বাক্ষর না করায় কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাকে প্রশাসনিক কার্যালয়ের নিজ অবরুদ্ধ করে রাখেন শ্রমিক।
পরে তিনি সাক্ষর দিতে রাজি হলে তাকে থানা পুলিশের সদস্যদের সহায়তায় মুক্ত করা হয়।
হাসপাতালের পরিচালক ডা. নিজাম উদ্দিন ফারুক বাংলানিউজকে জানান, সবকিছুর সমাধান হয়েছে। কর্মচারীদের কোনো সমস্যা হবে না।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের এই নিয়োগ নিয়ে ব্যাপক বাণিজ্য, ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর