ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দুর্যোগ মোকাবেলায় ৩৫০ কোটি টাকার যন্ত্রপাতি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
‘দুর্যোগ মোকাবেলায় ৩৫০ কোটি টাকার যন্ত্রপাতি’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৩৫০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
 
সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘ভূমিকম্প মোকাবেলা: আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান।



বেসরকারি ‍উন্নয়ন সংস্থা প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিপ-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করেছে ডিএনসিসি।
 
মেয়র আনিস বলেন, তিন সিটি করপোরেশনের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় ৭৫০ কোটি টাকার একটি প্রজেক্ট রয়েছে। আগামী ৫ বছরের জন্য এ প্রকল্পে ৩৫০ কোটি টাকা শুধু যন্ত্রপাতি ক্রয় করা হবে। এই তিন সিটি করপোরেশন হচ্ছে- ঢাকা উত্তর ও দক্ষিণ এবং সিলেট।
 
‘ভূমিকম্পের যেহেতু কোনো পূর্ব সংকেত নেই, তাই আমাদের এ ঝুঁকি মোকাবেলায় আমাদের আরও বেশি সচেতন হতে হবে,’ বলেন মেয়র আনিস।

তিনি বলেন, জনসচেতনতা তৈরিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ট্রেনিং বা ওয়ার্কশপের আয়োজন করা হবে। এক্ষেত্রে ঢাকার প্রতিটি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরও সচেতন করতে হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সেনায়েত গেব্রেজেবিয়া, দ‍ুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জে.  আলী আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, দ‍ুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর একেএম মাকসুদ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।