ঢাকা: উপজেলা কর্মকর্তাদের বেতন বিলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা উপজেলা পরিষদ ব্যবস্থাপনা সংক্রান্ত্র এ অফিস আদেশ বাতিলের বিষয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রধান আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন। প্রতিনিধি দলে প্রকৃচি-বিসিএস সমন্বয় পরিষদ নেতা প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, ডা. ইকবাল আরসালান, স. ম গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় জনপ্রশাসন সচিবের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বৈঠক শেষে কমিটির প্রধান আ ফ ম বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের বলেন, আমাদের দাবি ছিল- মন্ত্রিপরিষদ বিভাগের বিতর্কিত অফিস স্মারক বাতিল। এ দাবিতে যুক্তি তুলে ধরেছি। তাদের পক্ষ থেকে বিষয়গুলো সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আমাদের জানানো হবে।
এ বিষয়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রচার সম্পাদক স. ম গোলাম কিবরিয়া বলেন, যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা বাতিলের আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ আইনেরও সংশোধন আসার কথা বলা হয়েছে। আমরা এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছি।
গত বছরের ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় উপজেলা পর্যযায়ে হস্তান্তরিত ১৭টি দফতরের জনবল বেতন-ভাতা এবং এ সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য সরকারের দেওয়া অর্থ উপজেলা পরিষদে জমা হবে। এসব অর্থ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে তা উত্তোলন করা যাবে।
এ সিদ্ধান্তের আলোকে গত বছরের ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এ আদেশ জারির পর থেকেই বাতিলের দাবি জানিয়ে আসছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
এদিকে, অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর ৬ দফা দাবিতে সারাদেশে আন্দোলন করছে প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সমন্বয় কমিটি।
দাবিগুলোর মধ্যে রয়েছে- পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় কর্মকর্তাদের বেতন বিলে ইউএনও-এর স্বাক্ষর বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সব ধরনের প্রেষণ বাতিল, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ।
এসব দাবির পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারির সচিব সভায় ১৪ সপ্তাহের কর্মপরিকল্পনা তৈরি করে বিষয়গুলো সমাধের দায়িত্ব দেওয়া হয় তিন সচিবকে।
সচিবদের মধ্যে রয়েছেন- মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং অর্থ সচিব অর্থ সচিব মাহবুব আহমেদকে।
মঙ্গলবার জনপ্রশাসন সচিবের সঙ্গে উপজেলা পরিষদ ব্যবস্থাপনা সংক্রান্ত অফিস আদেশ বাতিল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএমএ/পিসি