জামালপুর: জামালপুর-০৪ আসনের সাবেক এমপি আব্দুল মালেক আর নেই।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
আব্দুল মালেক ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদেও নির্বাচিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আব্দুল মালেক সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে তার ছেলে মাহাবুবুর রহমানের পক্ষে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। এ কারণে তিনি পৌর নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচার অভিযানে অংশ নেননি। ফলে শনিবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর পর থেকে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন বঙ্গবন্ধুর অন্যতম এ ঘনিষ্ঠ সহচর।
এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় সরিষাবাড়ীতে নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মালেকের ছেলে মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ