যশোর: ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় যশোরে আব্দুল আউয়াল (৩৪) নামে এক অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান এ সাজার নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, ঢাকার বাসিন্দা ওই তরুণী শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশে দুপুরে যশোরের পালবাড়ি মোড়ে আসেন। এ সময় বাস থেকে নেমে তিনি আউয়ালের অটোরিকশায় বেনাপোল বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া ঠিক করছিলেন। একপর্যায়ে আউয়াল তাকে একাধিকবার বাজে কথা বলেন।
এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়, পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালক আউয়ালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর