জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের নবম অধিবেশন চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় শীতকালীন এই অধিবেশন চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
শীতকালীন অধিবেশনের প্রতি কার্য দিবস শুরু হবে বিকেল ৪ টা ৩০ মিনিটে। এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ৪৫ মিনিট সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। দশম সংসদের অধিকাংশ সংসদ সদস্য সাধারণ আলোচনায় অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএম