ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সেরা ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
নীলফামারীতে সেরা ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নিজ কাজে অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে নীলফামারী পুলিশের পাঁচ কর্মকর্তাকে।

বুধবার (২০ জানুয়ারি) জেলা পুলিশ লাইসনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।



পুরস্কারপ্রাপ্তরা হলেন, নীলফামারীর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান, জলঢাকা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ, একই থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও নীলফামারী সদর থানার এএসআই হারিছুল ইসলাম।

মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. জাকির হোসেন খান। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির। সভা শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন এসপি জাকির হোসেন খান।

নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর) জাকারিয়া রহমান জানান, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় পাঁচ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।