ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের জন্মের সঙ্গে জ্যাকবের নাম জড়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বাংলাদেশের জন্মের সঙ্গে জ্যাকবের নাম জড়িত

ঢাকা: বাংলাদেশের জন্মের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের নাম জড়িয়ে আছে বলে মন্তব্য বক্তাদের।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব স্মরণে এক সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা এমন বক্তব্য তুলে ধরেন।



তারা বলেন, জ্যাকব যদি কৌশল অবলম্বন না করতেন, তাহলে বাংলাদেশ এতো দ্রুত স্বাধীন হতো কিনা এটি একটি বড় বিষয়।

স্মরণ সভায় আলোচনা করেন, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি ডা. সারওয়ার আলী, জিয়া উদ্দিন তারিক আলী, মুক্তিযোদ্ধা মেজর (অব.) এ এস এম সামছুল আরেফিন, লে. কর্নেল (অব.) এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের মিলিটারি অ্যাটাচি ব্রিগেডিয়ার জে নন্দা।

ডা. সারওয়ার আলী বলেন, ভারত যদি মুক্তিযুদ্ধকালীন সময় সহায়তা না করতো তাহলে নয় মাসে বাংলাদেশের বিজয় সম্ভব ছিল না।

লে. কর্নেল (অব.) এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম বলেন, জেনারেল জ্যাকবের দূরদর্শীতার কারণে গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব হয়েছে।

মুক্তিযোদ্ধা মেজর (অব.) এ এস এম সামছুল আরেফিন বলেন, যৌথবাহিনীতে আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, কিন্তু জ্যাকব ছিলেন একটু আলাদা।

বিকেল ৫টায় স্মরণ-সঙ্গীতের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব স্মরণ সভা শুরু হয়। স্মরণ-সঙ্গীত গান ইরাবতী মন্ডল। সভার শুরুতে লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এফবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।