ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেছে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মানবিক ও প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সফলতা অর্জন করে এগিয়ে চলেছে বাংলাদেশ।

বুধবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এশিয়া লিডারশিপ ট্র্যাক ২০১৬’র সাত শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত করতে এলে এ কথা বলেন প্রতিমন্ত্রী
 
সাক্ষাৎকালে সফররত শিক্ষার্থীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন।



জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক ও প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সফলতা অর্জন করে এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, বৈদেশিক সম্পর্কের সম্প্রসারণ ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন প্রতিমন্ত্রী।

তিনি বাংলাদেশ সম্পর্কে প্রকৃত ধারণা লাভের জন্য শিক্ষার্থীদের এখানকার বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখার পরামর্শ দেন।

শাহরিয়ার আলম বাংলাদেশি তরুণদের নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনার কথা জানান শিক্ষার্থীদের।

সেন্টার ফর এশিয়া লিডারশিপ ইনিশিয়েটিভস্’র পৃষ্ঠপোষকতায় এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের অধিভূক্ত ‘এশিয়া লিডারশিপ ট্র্যাক’ একটি আর্থসামাজিক ও রাজনৈতিক শিক্ষা সফর কর্মসূচি। টিচিং ফেলোশিপ কর্মসূচির অন্তর্ভূক্ত প্রতিনিধি দলটি গত বছরের ২৭ ডিসেম্বর থেকে এ বছরের ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্বের মোট পাঁচটি দেশের সাতটি স্থান সফর করছে।

কর্মসূচির উদ্দেশ্য- বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মিথষ্ক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প ও ব্যবসায় এবং সামাজিক বিষয়াদি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেপি/এইচএ

** বৈদেশিক প্রযুক্তিগত সহায়তা দরকার বাংলাদেশের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।