ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সাভারে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে স্থানীয় মসজিদ-মাদরাসায় নগদ অর্থ, ঢেউটিন, মাল্টিমিডিয়া সেট বিতরণ করেছেন দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সাভার ও আশুলিয়ার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার কমিটির কাছে এসব বিতরণ করা হয়।



সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিতরণকৃত সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে হবে।

দ‍ুযোর্গ মোকাবেলায় সবাইকে সচেতন থাকার ও নিজ নিজ অবস্থান থেকে সহায়তা দেওয়ারও আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, ঢাকা জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা  আব্দুল মতিন, যুব ও উন্নয়ন কর্মকর্তা নাসরিন বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এইচএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।