ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেট: সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ২৮ মিনিটের সময় মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সেখান থেকে দুপুর ১২টা ৪১ মিনিটের সময় আম্বরখানা-টিলাগড় রোড হয়ে হযরত শাহপরান (রহ:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখান থেকে কড়া নিরাপত্তায় সরাসরি সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত  জনসভায় ভাষণ দেবেন।

এর আগে বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ১১টা ৪৮ মিনিটে আরেকটি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দর এসে পৌঁছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এনইউ/এএএন/জেডএস

** সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীর অপেক্ষায় সিলেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।