ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘গৃহ শ্রমিকরা বিশ্বব্যাপী নির্যাতিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
‘গৃহ শ্রমিকরা বিশ্বব্যাপী নির্যাতিত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বব্যাপী গৃহ শ্রমিকরা নির্যাতনের শিকার হন। তবে তাদের জন্য সম্মেলন করার পরিকল্পনা জাতিসংঘের রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি স্যার পিটার সাদারল্যান্ড।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত অভিবাসন ও উন্নয়ন: চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিআইআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন স্যার পিটার সাদারল্যান্ড।

মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে গত এক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

এসময় তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিষয়টিও তুলে ধরেন এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস'র নাম উল্লেখ করে বলেন, সিরিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে অসংখ্য মানুষ এ উগ্রবাদী সংগঠনের কারণে উদ্বাস্তু হয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

সেমিনারে সাদারল্যান্ড ‘টেকসই উন্নয়ন লক্ষ্যে’ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন এবং অভিবাসন ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিতব্য নবম বৈশ্বিক সম্মেলনে (জিএফএমডি) বাংলাদেশের সভাপতিত্বের সফলতা কামনা করেন।

বিআইআইএসএস চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সপ্তম জিএফএমডি’র চেয়ার সুইডিশ অ্যাম্বাসেডর ইভা একেরমান বোর্হে, বৈশ্বিক নাগরিক সমাজের সমন্বয়ক জন বিনহ্যাম।

সেমিনারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।