ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কল্যাণপুরে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
কল্যাণপুরে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার পাইকপাড়ায় টানা পাঁচ ঘণ্টা উচ্ছেদ অভিযান চালানোর পর বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) মতো অভিযান কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এছাড়াও অভিযানে ব্যবহৃত চারটি বুলড্রোজারসহ সেখানে মোতায়েন করা পুলিশ বাহিনীকে নিয়ে স্থান ত্যাগ করেছেন গৃহায়ন কর্তৃপক্ষ।



বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্ধ করা হয় এ অভিযান। তবে শুক্রবার (২২ জানুয়ারি) এ অভিযান চলবে কি-না সে ব্যাপারে গৃহায়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উচ্ছেদ কার্যক্রমে আদালত তিনমাসের স্থগিতাদেশ দেওয়ার চার ঘন্টা পর এ অভিযান বন্ধ হলো।

এ ব্যাপারে সেখানে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট নুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উচ্ছেদ শুরুর পর বস্তিবাসীর পক্ষের আইনজীবী অ্যাড. মাহফুজুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, উচ্ছেদ করতে আসা ওই ১৮ কাঠা জমির ওপর আদালতের ‘স্টে অর্ডার’ ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট এ অর্ডার অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।

অন্যদিকে কোনোরকম পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু হয় বলে অভিযোগ করেন বস্তিবাসী।

ম্যাজিস্ট্রেট নুর আলম সে সময় বলেছিলেন, বারবার নোটিশ করেছিলাম, তারপরও তারা সরে যাননি। ফলে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেই অভিযান চালাচ্ছি।

তিনি আরও বলেন, এখানে ৫০ একর জমির মধ্যে ১৫ একর জমির ওপর ‘স্টে অর্ডার’ ছিল। বাকি জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলছে।

দুপুর ১২টায় বস্তি উচ্ছেদ অভিযানে নামে গণপূর্ত মন্ত্রণালয়। এ সময় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রুপ নেয়।

বস্তির বাসিন্দারা দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন বস্তিবাসী আহত হন।

কল্যাণপুরে নতুন বাজার পাইকপাড়ায় ছোট-বড় ৯টি বস্তিতে ২২ হাজার লোকজন বসবাস করেন। পোড়া বস্তি নামে পরিচিত এসব বস্তি গড়ে উঠেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে।

এদিকে দুপুরে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিনমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের  শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞা দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।

পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তি  উচ্ছেদ ও বস্তির বাসিন্দাদের হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এনএ/এমআইকে/আরএইচএস

** কল্যাণপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
** কল্যাণপুর বস্তি উচ্ছেদে তিনমাসের নিষেধাজ্ঞা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।