পাবনা: পাবনার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের তিন কিলোমিটার ভাটিতে পদ্মা নদীতে জেগে উঠেছে বিশাল একটি লোহার খণ্ড।
এটি মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর বোমার আঘাতে হার্ডিঞ্জ ব্রিজের ভেঙে পড়া স্প্যানের অংশ বলে দাবি স্থানীয়দের।
এদিকে, দীর্ঘ ৪৪ বছর পর হার্ডিঞ্জ ব্রিজের ভেঙে পড়া অংশ নদীতে জেগে ওঠায় তা দেখতে ছুটে আসছেন মানুষজন।
পাকশী বিভাগীয় রেলওয়ে বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, জানা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতু এলাকায় কয়েকদিন আগে মাছ ধরতে গিয়ে শুকিয়ে যাওয়া মাঝনদীতে ওই বিশালাকার লোহার খণ্ডটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি লোকমুখে জানাজানি হলে স্থানীয় লোকজন মুক্তিযুদ্ধের সময় ভেঙে পড়া ব্রিজের ওই অংশটি দেখতে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায় নদীপাড়ে ভিড় জমাতে শুরু করেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি হার্ডিঞ্জ ব্রিজের স্প্যানের জেগে ওঠা খণ্ডটি দেখেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকাতে মিত্রবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ব্রিজের ওই অংশ বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ব্রিজের ১২ নম্বর স্প্যানটি ভেঙে পদ্মা নদীতে বিলীন হয়।
স্বাধীনতা লাভের পর ১৯৭৫ সালে নতুন করে ওই অংশ প্রতিস্থাপন করা হয়। ওই বছরেরই ৫ আগস্ট হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর