মধুপুর (টাংগাইল): টাঙ্গাইলের মধুপুরে বাংলার আবহমান লোক সংস্কৃতির ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবারের মতো এবারও এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে উপজেলার আকাশি বঙ্গবন্ধু ক্লাব।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দামপাড়া ও আকাশি গ্রামের মাঝখানে বিশাল খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র ওই মাঠে বসেছিল শীতকালীন গ্রামীণ মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, নব নির্বাচিত পৌর মেয়র মাসুদ পারভেজ, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন বাংলাদেশের প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।
উল্লিখিত বিশাল ময়দানের চারপাশে অবস্থান করা লক্ষাধিক নারী, পুরুষ, শিশু এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুল বাংলানিউজকে বলেন, এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্ত প্রায় লোক সংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্য। আমরা গত ৮ বছর ধরে সফলতার সঙ্গে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এটি এখন এ এলাকার সমাদৃত সর্বজনীন অনুষ্ঠান।
তিনি আরও জানান, এবার টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী,পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ঘোড় সওয়ারী এ প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে অংশ নিয়েছেন।
প্রতিযোগিতায় কদম ও দাপট বিভাগে সাত ইভেন্টে ২১ জনকে পুরষ্কৃত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ