ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সমিতির কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বগুড়ায় সমিতির কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন

ঢাকা: বগুড়ায় সমবায় সমিতির সোয়া কোটি টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে সমিতির চেয়ারম্যান ও জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।



যাদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- বগুড়া জেলা সমবায় কর্মকর্তা (বর্তমানে পাবনা জেলা সমবায় কর্মকর্তা) মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বগুড়া কেন্দ্রীয় সমবার শিল্প সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমবায় সমিতি লিমিটেড থেকে ১ কোটি ২৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। আসামিরা ওই টাকা তুলে সমিতির কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেন বলে অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন খান অভিযোগটি অনুসন্ধান করে মামলার সুপারিশ করেন। কমিশন দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলার অনুমোদন দেয়। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা মামলাটি করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।