ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ চুরির দায়ে একব্যক্তিকে দুই লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিদ্যুৎ চুরির দায়ে একব্যক্তিকে দুই লক্ষাধিক টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় বিদ্যুৎ চুরি করে ব্যবহার করার দায়ে দবির সরকার নামে এক ব্যক্তিকে ২ লাখ ৩৭ হাজার ৫৮২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই জরিমানা করা হয়।



ঢাকা পল্লীবিদ্যু‍ৎ সমিতি-১ এর চন্দ্রা জোনাল অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার মো. আবু সাঈদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পূর্ব চন্দ্রা এলাকার একটি মার্কেটের ৪০টি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিলেন দবির সরকার। তাকে কয়েকবার সংযোগ বিছিন্ন করার তাগিদ দেওয়া হলেও তিনি বিষয়টি আমলে নেননি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল কবিরের নেতৃত্বে এক অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে ওই জরিমানা করা হয় বলেও জানান তিনি।

বিদ্যুৎ চুরির দায়ে বিদ্যুতের দাম হিসাবে জরিমানার টাকা সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় দবির সরকারকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।