ঢাকা: সুইজারল্যান্ডের দাভোসে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। বৈঠকে ইউনূসের সঙ্গে সামাজিক ব্যবসা বিষয়ে আলোচনা করেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী।
দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক পরিষদের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে তারা এ বৈঠক করেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিদের আমন্ত্রণে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠকে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের যুবকদের বেকারত্ব ঘোচাতে করণীয় নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনা করেন। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে বাংলাদেশে যে সামাজিক ব্যবসা চালু রয়েছে, তা তিউনিশিয়ায়ও চালু করার ব্যাপারে আলোচনা করেন। একইসঙ্গে এ ব্যাপারে ড. ইউনূসের দিক-নির্দেশনা চান।
ড. ইউনূসও বাংলাদেশসহ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা চালুর অভিজ্ঞতা বিনিময় করেন। বিশেষত তিনি বাংলাদেশের ‘নবীন উদ্যোক্তা’ প্রকল্প নিয়ে তিউনিশিয়ান প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন, যে প্রকল্পটি বেকার যুবকদের ব্যবসায়িক উদ্যোক্তার আসনে বসিয়েছে।
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ জার্মানিভিত্তিক ‘ইউনূস সামাজিক ব্যবসা’র বিষয়েও তিউনিশিয়ান প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। একইসঙ্গে এ ব্যবসা যে তিন বছর আগে তিউনিশিয়ায় শাখা খুলেছে, সে কথাও জানান এসিদকে।
বৈঠকে ইউনূসের সামাজিক উদ্যোগগুলোর সহায়তায় ইচ্ছে প্রকাশ করেন তিউনিশিয়ান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তার দেশে বাস্তবায়ন করা যায় এমন প্রকল্পের পরামর্শ চেয়ে তিউনিশিয়া সফরেরও আমন্ত্রণ জানান ড. ইউনূসকে।
দাভোসে অবস্থানকালে ড. ইউনূস শোয়াব ফাউন্ডেশনের বোর্ড মিটিংয়ে অংশ নেবেন। অংশ নেবেন ডব্লিউইএফ’র সম্মেলনেও।
এরইমধ্যে ড. ইউনূস বুধবার (২০ জানুয়ারি) দাভোসে ডব্লিউইএফ’র বিতর্ক পর্বে ‘ক্ল্যাশ অব মর্ডার্নিটিজ’ বিষয়ে ভাষণ দেন। ভাষণ দেন ‘রিজিওনস ইন ট্রান্সফরমেশন: সাউথ এশিয়া’ বিষয়ক দাভোস সেশনেও।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এইচএ/