ঢাকা: গণমাধ্যমে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, অপরাধসহ যেমন বিট চালু রয়েছে, তেমনি পাবলিক প্রোকিউরমেন্ট (লেনদেন) নামেও একটি বিট প্রয়োজন। এ বিষয়ে হালকা চালে রিপোর্ট না করে, বুঝে-শুনে রিপোর্ট করলে সরকার, জনগণ আরও উপকৃত হবে।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) আয়োজনে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহযোগিতায় এক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা এসব বলেন।
‘পাবলিক প্রোকিউরমেন্ট ইস্যুজ ফর জার্নালিস্টস’ শীর্ষক এ প্রশিক্ষণটি মূলত পরিকল্পনা কমিশনের সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ)।
প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর। বক্তব্য রাখেন প্রশিক্ষক সুকেশ কুমার সরকার, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
শাহ আলমগীর বলেন, প্রতিবেদকের সব বিষয়ে যত্নশীল হওয়া প্রয়োজন। যে কোনো বিষয়ে ভাসা-ভাসা প্রতিবেদন বিপজ্জনক হতে পারে। কারও বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গেলে, অভিযুক্তের বক্তব্য নেওয়া জরুরি। সমালোচনার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, মূল ঘাপলাটি কোথায় আছে। তা বের করতে হবে।
তিনি বলেন, কিছু প্রতিবেদনে উল্লেখ থাকে ‘...এতো কোটি টাকার জালিয়াতি, দুর্নীতি। ’ কিন্তু কোথায় দুর্নীতি, জালিয়াতিটি হয়েছে, তা নিয়ে বিশদ কিছু থাকে না। অথচ সেটিই মূল তথ্য।
সুকেশ কুমার বলেন, বিভিন্ন বিষয়ে যেমন বিট থাকে, রিপোর্টারদের স্পেশাল জ্ঞান রাখতে হয়, তেমনি প্রোকিউরমেন্ট বিষয়েও বিট থাকা প্রয়োজন। এটি ব্যাপক একটি বিষয়। সবাইকেই এ বিষয়ে ভালো জানাশোনা রাখতে হবে। বিশেষ জ্ঞান না থাকলে অভ্যন্তরীণ সমস্যা ও সমাধান নিয়ে ভালো প্রতিবেদন হবে না।
বক্তারা বলেন, সততার জায়গাটি ধরে রাখতে হবে সব পর্যায়েই। এন্টারটেইনমেন্ট ততোক্ষণ ইথিক্যাল, যতক্ষণ তা সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। টেন্ডার চলাকালে সাপ্লায়ারের সঙ্গে হৃদ্যতা তেমনি একটি বিষয়। এসব সম্পর্কেও রিপোর্টারকে ধারণা রাখতে হবে।
তারা বলেন, নৈতিকতা যখন কমে যায়, বা হারাতে বসে, তখন আইন প্রয়োজন। কোথায় কোন কাজটি হলে কম খরচে বেশি লাভ হবে, কোথায় লাভের চেয়ে সৌন্দর্য্যকে প্রাধান্য দিতে হবে, কোথায় নিরাপত্তার খাতিরে খরচের হিসাব তুচ্ছ গণ্য হবে- সেসব সম্পর্কে ধারণা নিয়ে প্রোকিউরমেন্ট নিয়ে প্রতিবেদন করতে হবে।
রাজু আহমেদ বলেন, এমন প্রশিক্ষণ সবারই থাকা প্রয়োজন। প্রতিবেদকের দায়িত্ব অনেক। তারা জনগণকে তথ্য জানায়। নিজেরাই তাই আগে তথ্যে সমৃদ্ধ থাকতে হবে।
২৫ সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন। তাদের হাতে সনদ তুলে দেন শাহ আলমগীর।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসকেএস/এইচএ/