ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মালিককে ফেরতের সুযোগ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মালিককে ফেরতের সুযোগ নেই

জাতীয় সংসদ ভবন থেকে: প্রজ্ঞাপন অনুযায়ী অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মূল মালিককে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।
 
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাজশাহী-৩ সংসদীয় সরকার দলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের প্রশ্নে একথা জানান মন্ত্রী।


 
গত ২০ জানুয়ারি চলতি অধিবেশন রাষ্ট্রপিত মো. আবদুল হামিদের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। এরপর অধিবেশন তিনদিন মূলতবির পর রোববার বিকেল সাড়ে চারটার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।
 
আয়েন উদ্দিন লিখিত প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, ‘সরকারি/ আধা সরকারি সংস্থার জন্য অধিগ্রহণকৃত জমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক অব্যবহৃত থাকলে উক্ত জমি ফের মূল মালিককে ফেরত দেওয়ার কোনো বিধান আছে কি-না?’
 
ভূমি মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪৪২/২০০২ এর রায়ে সিদ্ধান্ত অনুযায়ী ভূঃমঃ/শা-১০/অধি/অবমুক্ত/সার্কুলার/বিবিধ/৮/২০১০-২০৮ নং স্মারকের ১৬ জুন ২০১০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মূল মালিককে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই।
 
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের অপর প্রশ্নে ভূমি মন্ত্রী বলেন, অকৃষি খাস জমি বন্দোবস্ত বাবদ বিগত অর্থ বছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯৭ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা।
 
এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের অকৃষি খাসজমি বন্দোবস্তের জন্য ‘অকৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা’ রয়েছে। উক্ত নীতিমালার আলোকে সরকার পদক্ষেপ গ্রহণ করছে।
 
মাদারীপুর-৩ সংসদীয় সরকার দলীয় সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিমের আরেক প্রশ্নের আলোকে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে মোট খাস জমি রয়েছে ৩৮৫৩৭৯৪ দশমিক ০৪৬৪ একর। তার মধ্যে ২০৭১৮১৫ দশমিক ৯৭ একর কৃষি খাস জমি এবং ১৭৮১৯৭৮ দশমিক ০৭৬৪ একর অকৃষি খাস জমি।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।