ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘উত্তম সেবা ব্যাচ’ পেলেন নাটোরের পুলিশ সুপার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
‘উত্তম সেবা ব্যাচ’ পেলেন নাটোরের পুলিশ সুপার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান ও নাটোর পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীকে ‘অনুকরণীয় উত্তম সেবা ব্যাচ’ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮জানুয়ারি) বিকেলে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে তাকে এ ব্যাচ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।



পুলিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীকে ব্যাচ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে গুরুদাসপুরে ঘটতে যাওয়া পর পর দু’দফায় সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা রুখে দেন।

এ ব্যাচ পরিয়ে দেওয়ার পাশাপাশি নাটোরের পুলিশ সুপারের মত বুদ্ধিমত্তা ও সাহসিকাতা দিয়ে প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সারাদেশের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।