ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ছলিমাবাদ ইউনিয়নের অাশ্রাফবাদ গ্রামের মনা মিয়ার ছেলে অাঙুর হোসেন (৩২) ও মৃত মাতু মোল্লার ছেলে জগৎ মাওলা ওরফে সিদ্দিকুর রহমান (৪০)।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়, অাটকরা দেড় মাস আগে স্থানীয় (ব্রাহ্মণবাড়িয়া-৬) অাসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও তাকে একাধিকবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রাণনাশের হুমকি দেন।
তারা বিভিন্ন সময় ‘এস.অার সংগঠন জামায়াত’ নামে একটি ফেসবুক অাইডি থেকে এ হুমকি দেন। এছাড়া বিগত দেড় বছরে বাঞ্ছারামপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ককটেল হামলার দায় স্বীকার করা হয় ওই অাইডি থেকে।
ওসি অারো জানান, অাটকদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি অাইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অাদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর