ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাংবাদিক-জেলা প্রশাসক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বান্দরবানে সাংবাদিক-জেলা প্রশাসক মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ফারুক হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. বাদশা মিঞা মাস্টার প্রমুখ।

এছাড়া জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বলেন, এ জেলার অন্যতম বৈশিষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের বসবাস থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব নেই। ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হিসেবেও পরিচিত বান্দরবান। তাছাড়া পর্যটন শিল্পের দারুন সম্ভাবনাময় একটি নগরী। এ জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তাই পাহাড়ি এ জেলার সার্বিক উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকসহ সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।