ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইঞ্জিন বিকল

ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ছবি: ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের সালনা মিরেরগাঁও এলাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।



জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে বিয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের সালনা মিরেরগাঁও এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের ইঞ্জিন মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। মেরামত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
 
তিনি আরো বলেন,  ট্রেনের স্প্রিং ভেঙ্গে যাওয়ায় এ সমস্যা হয়েছে। এ কারণে ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন ওই লাইনে আটকা পড়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ট্রেনের ইঞ্জিন মেরামত হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।