ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জানুয়ারি ২৯, ২০১৬
গাংনীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

মেহেরপুর: মেহেরপুরের গংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে অস্ত্রসহ এনামুল হক এনামকে (৪০) নামে এক সন্ত্রসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জোড়াপুকুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক এনাম এক সময় চরপন্থি দলের সদস্য ছিল এবং তার বিরুদ্ধে গাংনী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।   

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।