ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
গাজীপুরে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের বোর্ডবাজার হাজীরপুকুর এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় কারখানার শ্রমিক ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসেন।



এর আগে বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি বাংলানিউজকে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান।

তিনি বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরের বোর্ডবাজার হাজীরপুকুর এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার ৮ তলা ভবনের ৫ তলায় আগুন  লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
বিএস/

** গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।