মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সীমানাধীন মেঘনা নদীর মোহনা থেকে ট্রলার বোঝাই ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৬টায় মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এ সময় মালবাহী ট্রলার ও চালকসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা হলেন, বারিশাল জেলার হিজরা গ্রামের শাহ্আলম বেপারি, শুক্কুর ও শাহ্আলম।
গজারিয়া কোস্টগার্ড ইনচার্জ পেটি অফিসার মশিউর রহমান বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জের মুক্তার থেকে মালামাল বোঝাই করে বরিশালের হিজলা উপজেলায় নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মেঘনার মোহনায় ট্রলারটিকে আটক করা হয়। এসময় ৫৮টি বস্তা থেকে প্রায় ৪ কোটি মিটার কারেন্ট জাল পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ/