গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যৌতুক না পেয়ে তাকিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চরকুশলী গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।
তাকিয়া গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের সাদেক আলী গাজীর মেয়ে ও টুঙ্গিপাড়ার চরকুশলী গ্রামের ইঞ্জিল মোল্লার ছেলে তারিক মোল্লার স্ত্রী। ৮ মাস আগে তারিকের সঙ্গে তার বিয়ে হয়।
তাকিয়ার ভাই রমজান গাজী জানান, মাসখানেক আগে তারিক বাড়িতে ঘর তোলার কথা বলে ২০ হাজার টাকা নেয়। কিছুদিন পর আরো ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে চাপ দেয়। কিন্তু তাকিয়া রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে এ নিয়ে তাকিয়ার সঙ্গে ঝগড়া হয় তারিকের।
পরে গভীর রাতে তারিক মোবাইল ফোনে তাদের জানান, তাকিয়া অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার সকালে এসে তারা তাকিয়াকে মৃত দেখতে পান। তাদের দাবি তাকিয়াকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বাংলানিউজকে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর/