ঠাকুরগাঁও: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সেখানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়াম মণ্ডল প্রমুখ।
এর আগে, কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পিসি/