ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লায় দু’টি এলজি ও পাঁচ রাউন্ড গুলিসহ হানিফ মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বাখরাবাদ-কুচাইতলী রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।



শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

হানিফ কুমিল্লা সদরের ভাটপাড়া চৌমুহনী এলাকার হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাখরাবাদ-কুচাইতলী রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।