ঢাকা: মহাত্মা গান্ধীর আদর্শে উজ্জ্বীবিত হয়ে সব সহিংসতাকে পরিহার করে অহিংস সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মহাত্মা গান্ধীর আদর্শ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
‘দায়িত্বশীল গণতন্ত্রের জন্য নাগরিক’ এ সভার আয়োজন করে। সঞ্চালনায় ছিলেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) সিনিয়র রিসার্চ ফেলো ড. আশিকুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিআরআই নির্বাহী প্রধান আহসান এইচ মুনসুর বলেন, গান্ধীজি সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। দূর্বলদের পাশে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। ক্ষমতার কখনও অপব্যবহার করেননি তিনি। তাই গান্ধীজি সবসময় আমাদের জন্য অসাধারণ ব্যক্তিত্ব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা, গবেষণা প্রতিষ্ঠান আআইডি'র নির্বাহী প্রধান সাঈদ আহমেদ প্রমুখ।
সভায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দলগুলোর মধ্যে সহিংসতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সামগ্রিকভাবে গণতন্ত্র রক্ষায় সবাই মিলে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
একে/এসএস