ঢাকা: কোস্টগার্ড কর্তৃক্ষ জব্দ করা ৯২ কোটি ৮০ লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বিপুল অংকের এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দ করা জাল পুড়িয়ে ফেলার বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা পরিদফতরের উপ-পরিচালক বিএন’র (বাংলাদেশ নেভি) কমান্ডার এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ কোটি ৬৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন মুন্সীগঞ্জ গজারিয়ার স্টেশন।
তিনি জানান, মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ নামক এলাকায় কারেন্ট জাল বহনকারী একটি ট্রলার আটক করা হয়। পরে ওই ট্রলারে থাকা তিনজনকে আটক করে আইনের আওতায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৫৮টি বস্তার ভেতর কারেন্ট জাল রাখা ছিল। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯২ কোটি ৮০ লাখ টাকা। জব্দ করা কারেন্ট জালগুলো সংশ্লিষ্ট এলাকার মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পোড়ানো হয়েছে।
অন্যদিকে আটক তিনজন হলেন, বারিশাল জেলার হিজরা উপজেলার শাহ্ আলম বেপারি, শুক্কুর ও শাহ্ আলম। তারা ওই সব কারেন্ট জালবোঝাই করে মুন্সীগঞ্জের মুক্তার নামক জায়গা থেকে বরিশালের হিজলা উপজেলার দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এনএইচএফ/আইএ
** চাঁদপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্টজাল জব্দ
** মেঘনা থেকে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ