ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বাসচাপায় নিহত ২, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
যশোরে বাসচাপায় নিহত ২, আহত ৩ ছবি: প্রতীকী

যশোর: যশোরে বাসচাপায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার(২৯ জানুয়ারি) বিকেলে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের ইজাহার ব্যাপারীর ছেলে নসিমন যাত্রী রবিউল ইসলাম(৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জের খোরশেদ মোড়লের ছেলে বাসযাত্রী রহিম বক্স (৬৪)।

আহতরা হলেন-নসিমন চালক ইমদাদুল, যাত্রী তরিকুল ইসলাম ও রাজীব।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি উপজেলার চুড়ামনকাঠি এলাকায় স্যালোইঞ্জিন চালিত মাছবাহী একটি নসিমনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ৫ জন।

তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।