ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নূরুল ইসলামের মিলাদ-মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
নূরুল ইসলামের মিলাদ-মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নূরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।



শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর (বাদ মাগরিব) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ মিলাদ-মাহফিল হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সদস্যরা।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নির্বাহী সদস্য নূরুল ইসলাম গত ২২ জানুয়ারি ৮২ বছর বয়সে মারা যান। ১৯৫০ দশকে বঙ্গবন্ধু যখন বিমা কোম্পানিতে কাজ করতেন তখন নূরুল ইসলাম তার সহকর্মী ছিলেন। ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের সময় নূরুল ইসলাম আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুন লেখাসহ অন্যান্য কাজও করতেন।

ঐতিহাসিক ৬ দফা দাবি সম্বলিত গ্রন্থের প্রচ্ছদও করেছেন নূরুল ইসলাম। যে মঞ্চ থেকে ঐতিহাসিক ৬ দফা দাবি ঘোষণা করা হয় সে মঞ্চের ডিজাইনও করেছেন নূরুল ইসলাম।

নূরুল ইসলামের ডিজাইনে খুশি হয়ে বঙ্গবন্ধু দৈনিক ইত্তেফাকের মালিক ও সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে এই মঞ্চের ছবি পত্রিকায় ছাপানোর অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এমইউএম/আইএ

** শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।