খুলনা: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে (২০১৬-১৮) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার ও ডেইলি অবজারভারের খুলনা ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন সভাপতি এবং দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মো. শাহ আলম সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ভোট গ্রহণ ও পরে গণনা করা হয়।
সভাপতি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় জাহিদ একক প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. সাঈয়েদুজ্জামান সম্রাটকে পরাজিত করে মো. শাহ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদের জন্য তিনজন প্রার্থী মনোনয়নপদত্র দাখিল করলেও একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বৈশাখী টেলিভিশন ও দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু এবং কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও দৈনিক খুলনাঞ্চলের চিফ রিপোর্টার কৌশিক দে বাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সাংস্কৃতিক সম্পাদক ও দফতর সম্পাদক পদে ডেইলি ট্রিবিউনের চিফ ফটো সাংবাদিক শেখ কামরুল আহসান ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার রাশিদুল আহসান বাবলু নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার প্রশান্ত কুমার বাছাড়কে পরাজিত করে বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান মো. সামছুজ্জামান শাহীন নির্বাচিত হন। দৈনিক আলোকিত সংবাদের স্টাফ রিপোর্টার শামীম আশরাফ শেলীকে পরাজিত করে দৈনিক জন্মভূমির চিফ ফটো সাংবাদিক দেবব্রত রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাহী সদস্য তিনটি পদে চার জন প্রার্থীর মধ্যে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন নিয়ামুল হোসেন কচি ও দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দৈনিক পূর্বাঞ্চলের মফঃস্বল সম্পাদক গোলাম মোস্তফা সিন্দাইনী ও পিআইডি’র কর্মকর্তা মো. জাকির হোসেন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে কেইউজে’র নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদায়ী সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সদস্য গৌরাঙ্গ নন্দী ও আসাদুজ্জামান রিয়াজ।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমআরএম/এটি