ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদে থেকে সরকারকে সহযোগিতা করতে চাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সংসদে থেকে সরকারকে সহযোগিতা করতে চাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে থেকে সরকারকে সব সময় সহযোগিতা করতে চাই।

জাতীয় পার্টির নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং তারা প্রকৃত বিরোধীদল কী না এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


 
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের অডিটোরিয়ামে মাসব্যাপী মাদক বিরোধী অভিযানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি।

এসময় তিনি বলেন, ৫ বছরে ১০দিন সংসদে যাবে, এমন বিরোধীদল হতে আমরা চাই না। আমরা চাই সংসদে থেকে সরকারকে সব সময় সহযোগিতা করতে। আর আমরা মনে করি এটাই প্রকৃত বিরোধীদল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোস্তাইন হুসাইন, কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।