ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিআইএস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিআইএস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ ডিওএইচএস-এ বিআইএস এর নিজস্ব প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



সংব‍াদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী বেগম নূর রুমানা সাব্বির। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ‘কালচার অব বাংলাদেশ’ শীর্ষক এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েঅজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।