ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলের উন্নয়নে ৪৮ প্রকল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রেলের উন্নয়নে ৪৮ প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনা এবার ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে ৪৮টি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প শেষ হয়েছে।



তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের কষ্টার্জিত অর্থ ও বিদেশ থেকে সহজ শর্তে ঋণ এনে দেশের রেলওয়ের উন্নয়ন করেছেন।   আর বিএনপির নেত্রী খালেদা জিয়া রেল ধ্বংস করেছেন, রেলের ইঞ্জিন ও বগিতে অগ্নিসংযোগ করেছেন।
 
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনে জনগণ যাদের রায় দিবে তারাই সরকার পরিচালনা করবেন। সন্ত্রাস-বোমাবাজি আর মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যায় না।

চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।