ঢাকা: লোকসান কমাতে ফেব্রুয়ারি মাস থেকেই ফের রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে যোগ দেয় নেতা-কর্মীরা। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, তেল-গ্যাস-পানি, বাড়ি-গাড়ি ভাড়া বৃদ্ধির অসহনীয় অবস্থার মধ্যেই গত ১৪ জানুয়ারি রেলমন্ত্রী যাত্রী ও পরিবহন ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জন জীবনে এর বিরূপর প্রভাব পড়বে।
ভাড়া না বাড়িয়ে কর্মকর্তা-মন্ত্রী-আমলাদের দুর্নীতি বন্ধ করতে পারলেই রেলের লোকসান বন্ধ হয়ে যাবে, উল্লেখ করেন বক্তারা।
ফের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় রেল ভবনের সামনে এবং সারাদেশের স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এসময় নেতাকর্মীরা ঘোষণা দেন।
সমাবেশে কেন্দ্রীয় নেতা সুধাংশু চন্দ্র, ফখরুদ্দিন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ইএস/এমআইএইচ/এটি