সিলেট: কাজি হাবিবের খুনীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সরবরাহের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) শিক্ষার্থীরা।
শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজি হাবিব হত্যাকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ নিজেদের হাতে নিতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ দেখে কাজি হাবিব হত্যায় জড়িতদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
তাছাড়া সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ প্রশাসন চাইলে নিতে পারে। তবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ঠিক হবে না বলে জানান তিনি।
গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে হোসাইন মোহাম্মদ সাগরসহ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিবিএ ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী কাজী হাবিবকে গুরুতর জখম করে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এনইউ/এসএস