ঢাকা: ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬’ তে অংশ নিতে ভারতে গেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ছাড়েন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তবাহিনী জনঃসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ৬-৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬’ অনুষ্ঠিত হবে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালীন নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
সফরে নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। আগামী ৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেপি/আরআই