জাতীয় সংসদ ভবন থেকে: দেশে যত্রতত্র ক্লিনিক খোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যত্রতত্র রেস্টুরেন্ট খোলা যেতে পারে, ক্লিনিক না।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নাসিম বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা করা হচ্ছে। ওই নীতিমালা মেনেই কেবল ক্লিনিক খোলা যাবে, অন্যথায় না।
তবে নীতিমালায় কি থাকছে সে সম্পর্কে কিছু বলেননি মন্ত্রী।
নারায়ণগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল, ক্লিনিকগুলো পরিষ্কার রাখতে প্রয়োজনে আউট সোর্সিং-এর মাধ্যমে লোক নিতে হবে। পরীক্ষামূলক প্রকল্প সফল হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান করা হবে।
তিনি আরও বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে একজন রোগীর সঙ্গে ৫ জন করে স্বজন আসেন, ফলে তারা হাসপাতালের বিছানাতেই বসেন। ফলে বেশি মাত্রায় অপরিষ্কার হয়।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এটি