জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। ঠিক সেই মুহুর্তে কিছু পুলিশ সদস্য পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অর্নিধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।
পীর ফজলুর রহমান বলেন, কিছু পুলিশ সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনীর ‘ইমেজ’ নষ্ট হচ্ছে। এরা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থা নেবে-সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিয়ে জাতিকে তা অবহিত করতে হবে।
পুলিশের কারণে বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে চা দোকানি বাবুল মাতুব্বারের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩১ জানুয়ারি (রোববার) আদাবরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হয়রানি করে আদাবর থানার এক উপ-পরিদর্শক (এসআই), তারও আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বী এবং সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে নির্যাতন করে পুলিশ সদস্য। যেসব পুলিশ সদস্য এ ধরনের অপরাধের সঙ্গে লিপ্ত রয়েছে, খুঁজে বের করতে হবে আসলে তাদের উদ্দেশ্য কি।
অন্যদিকে মৌলভীবাজার-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মতিন অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জিকাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে ইমিগ্রেশনগুলোতে চেক পোস্ট স্থাপনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এটি