ঢাকা: প্রায় এক যুগ আগে খুন হওয়া গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টে আপিলের শুনানি শুরু হয়েছে।
আংশিক শুনানির পর বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনিন।
রোনা নাহরীন বাংলানিউজকে জানান, ২১ জানুয়ারি এ মামলায় শুনানি শুরু হয়। এ পর্যন্ত তিন কার্যদিবস শুনানি হয়েছে। এ তিনদিনে পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষে ৩৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। আদালত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
এ মামলায় আসামিদের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদসহ কয়েকজন আইনজীবী।
এদিকে রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের পর যুক্তিতর্ক উপস্থাপন করবেন কাজী সাজাওয়ার হোসেন।
২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় করা হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ জন মারা গেছেন, ১৭ জন কারাগারে, বাকি ৯ জন পলাতক রয়েছে।
পরে বিচারিক আদালতের রায়ের বিষয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল আসে।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য এবং এর আগে ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছাড়াও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
ইএস/এএসআর